
কুয়ালালামপুর, ৮ জানুয়ারি(হি.স.):
বৃহস্পতিবার ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু চিত্তাকর্ষক পারফর্মেন্স দেখিয়ে উচ্চতর র্যাঙ্কিংয়ের জাপানি প্রতিপক্ষ তোমোকা মিয়াজাকিকে পরাজিত করে কুয়ালালামপুরে মালয়েশিয়া ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের একক কোয়ার্টার ফাইনালে স্থান নিশ্চিত করেছেন।
দীর্ঘ আঘাতের পর ফিরে আসা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু ৩৩ মিনিটে অষ্টম বাছাই মিয়াজাকিকে ২১-৮, ২১-১৩ গেমে পরাজিত করেন।
পুরুষদের ডাবলস রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ে, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি ৩৯ মিনিটের ম্যাচে স্থানীয় জুটি জুনাইদি আরিফ এবং রয় কিং ইয়াপকে ২১-১৮, ২১-১১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন।
তবে, ভারতীয় পুরুষ খেলোয়াড় লক্ষ্য সেন এবং তরুণ আয়ুশ শেঠির জন্য এই টুর্নামেন্টে শেষ খেলা ছিল , যারা উভয়ই প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যায়ে হেরে গেলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি