নিউ জিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
অকল্যান্ড, ৭ জানুয়ারি (হি.স.): বুধবার নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণা হল। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেও লকি ফার্গুসন ও ম্যাট হেনরি টুর্নামেন্ট চলাকালীন স্বল্প সময়ের জন্য পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। ইনজুরি কাটি
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


অকল্যান্ড, ৭ জানুয়ারি (হি.স.): বুধবার নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণা হল। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেও লকি ফার্গুসন ও ম্যাট হেনরি টুর্নামেন্ট চলাকালীন স্বল্প সময়ের জন্য পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে দলে ফেরাদের মধ্যে আছেন এই দুই তারকাও।

গ্রুপ ডিতে নিউ জিল্যান্ডের সঙ্গে আছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহী

(ইউএই)। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কিউইরা তাদের অভিযান শুরু করবে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউ জিল্যান্ড প্রথমে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে, এরপর হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

রিজার্ভ: কাইল জেমিসন

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande