অসমের বিভিন্ন প্রান্তে পৃথক পৃথক বজ্রপাতে মহিলা সহ মৃত্যু তিনজনের
বজ্রপাতে মহিলা সহ মৃত্যু তিনজনের
Lightning_Represantational image


গুয়াহাটি, ১০ জুলাই (হি.স.) : অসমের বিভিন্ন প্রান্তে পৃথক পৃথক স্থানে সংঘটিত বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন এক মহিলা তিনজন।

সরকারি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সংঘটিত বজ্রপাতের পৃথক ঘটনায় এক মহিলা সহ তিনজন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক ওই ঘটনাগুলি রাজ্যের ধুবড়ি এবং কারবি আংলং জেলায় ঘটেছে।

সূত্রের খবর, ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া এবং আথানি এলাকায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আকস্মিক ঝড়ের সময় তাঁরা খোলা আকাশের নীচে ছিলেন। যার ফলে তাঁদের অকালমৃত্যু হয়েছে।

এছাড়া কারবি আংলং জেলার ডনকামোকাম এলাকায় বজ্রপাতে একজন মহিলা মারা গেছেন। ঘটনার খবর পেয়ে রাতেই দুই জেলার স্থানীয় প্রশাসন ভুক্তভোগী পরিবারগুলির বাড়ি গিয়ে সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক সহায়তার পদক্ষেপ নিয়েছে।

(শেষ)

হিন্দুস্থানের খবর / সমীপ কুমার দাস / অৰৱিন্দ




 

 rajesh pande