
- সাক্ষাৎ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং দলীয় নেতাদের সঙ্গে
গুয়াহাটি, ১৪ জানুয়ারি (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ত্রিপুরা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ওইদিন তিনি গোমতী জেলার অন্তর্গত উদয়পুরে অবস্থিত ৫১ শক্তিপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে মায়ের পুজো দেবেন। উদয়পুর থেকে আগরতলায় ফিরে এদিন রাতে মুখ্যমন্ত্রী ড. শৰ্মা দেখা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গে।
বিজেপি সূত্রে জানা গেছে, আগামীকাল বিকাল প্রায় চারটায় আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করে সোজা তিনি চলে যাবেন উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেখানে তিনি মা ত্রিপুরা সুন্দরীর পুজোর্চনা করবেন।
উদয়পুর থেকে সন্ধ্যারাত প্রায় সাতটার দিকে ত্ৰিপুরার রাজধানী আগরতলায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং বিজেপির বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা। পরের দিন শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল প্রায় ১০টায় আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবেন হিমন্তবিশ্ব শর্মা, জানা গেছে দলীয় সূত্রে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস