
পাথারকান্দি (অসম), ১৪ জানুয়ারি (হি.স.) : হাজার হাজার ভক্তকুলের অংশগ্রহণে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দির হরিবাসরে অবস্থিত জগন্নাথ মন্দিরে সম্পন্ন হয়েছে পৌষ মেলার রথ যাত্রা উৎসব।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে বহুকাল থেকে পৌষ মেলার রথ যাত্রা উৎসব হচ্ছে। বৈঠাখাল এলাকার প্রায় কুড়িটি গ্রামের কেন্দ্রস্থলে পৌষ সংক্রান্তির এই রথযাত্রা উপলক্ষ্যে মঙ্গলবার থেকে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকায়।
আজ বুধবার সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। দিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। বিকালে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নিয়ে রথ যাত্রা এলাকার পথ পরিক্রমা করে।
প্রতি বছরের মতো এবারও ভক্তকুলের ভিড় ছিল প্রচুর। রাত নয়টা পর্যন্ত মেলায় ছিল প্রচুর জনসমাগম।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস