ত্রিপুরায় সক্ৰিয় গুলি সহ পিস্তল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার এক
আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার পশ্চিম জেলার অধীন আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়ার কার্তিক চৌমুহনি এলাকার সবুজপল্লিতে জনৈক গৃহস্থের বাড়িতে হানা দিয়ে পুলিশ সাত রাউন্ড সক্ৰিয় কার্তুজ, গুলিতে ব্যবহৃত পাউডার সহ পিস্তল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম বা
ত্রিপুরায় পিস্তল তৈরিতে ব্যবহৃত সামগ্রী উদ্ধার, আটক এক


আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার পশ্চিম জেলার অধীন আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়ার কার্তিক চৌমুহনি এলাকার সবুজপল্লিতে জনৈক গৃহস্থের বাড়িতে হানা দিয়ে পুলিশ সাত রাউন্ড সক্ৰিয় কার্তুজ, গুলিতে ব্যবহৃত পাউডার সহ পিস্তল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে গৃহস্থ বলবীর সিংকে গ্রেফতার করা হয়েছে।

আমতলি মহকুমা পুলিশ অফিসার পারমিতা পাণ্ডের কাছে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে পুলিশের সাব-ইনস্পেক্টর মৃণাল পলের নেতৃত্বে আমতলি থানার এক দল বলবীর সিঙের বাড়িতে অভিযান চালায়।

পরিচালিত অভিযানে বলবীর সিঙের বাড়ি থেকে সক্রিয় কার্তুজ সহ গুলি ও পিস্তল তৈরিতে ব্যবহৃত নানা ধরনের উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে বলবীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে বলে জানান মহকুমা পুলিশ অফিসার পারমিতা পাণ্ডে।

তিনি আরও বলেছেন, ২০২৪ সালে ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সিপাহিজলা জেলার অন্তৰ্গত কলমচৌড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ধৃত বলবীর সিঙের বিরুদ্ধে নিজের স্ত্রীর ওপর গুলি চালানোর অভিযোগও রয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande