ঢাকা, ২৫ জুলাই (হি.স.): ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। আংশিক শিথিল হয়েছে কারফিউ। তবে, এখনই বাংলাদেশে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়ও। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত কয়েক দিনে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তা এখনও পুরোপুরি কাটেনি।
ঢাকার রাজপথে এখনও পুলিশি টহল জারি। বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ান। বাংলাদেশে এখনও পর্যন্ত ১৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছে বিএনপি ও জামাতের বেশ কয়েক জন নেতাও। আংশিক শিথিল হলেও বাংলাদেশে এখনও জারি রয়েছে কারফিউ। বৃহস্পতিবার দেশব্যাপী কারফিউয়ের ষষ্ঠ দিন। ঢাকা-সহ চার জেলায় সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ / সৌম্যজিৎ