গন্ডাছড়া ত্রাণ শিবিরে সমাজবন্ধু তৃতীয় লিঙ্গ
ত্রাণ শিবিরে তৃতীয় লিঙ্গ
Third gender Jhumur Saha and others present in relief camp


ধলাই (ত্রিপুরা), ২৬ জুলাই (হি.স.) : তথাকথিত সমাজ যাঁদের অবহেলার চোখে, অবজ্ঞার নজরে দেখে তাঁরাই প্রকৃত সমাজবন্ধু হয়ে ওঠেন। সাহায্য নিয়ে পৌঁছে গেলেন ধলাই জেলার গন্ডাছড়ার ত্রাণ শিবিরে আশ্রিত পরিবারগুলোর পাশে। আহ্বান করলেন সকলের সক্রিয়তার।

আজ শুক্রবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শরণার্থী শিবিরে আশ্রিত ১০৭ পরিবারের পাশে দাঁড়ালেন সমাজ সমাজবন্ধু তৃতীয় লিঙ্গের ঝুমুর সাহা, লতা পাল, পূজা পুরকায়স্থ প্রমুখ। এঁরা সকলেই ঝুমুর সাহার নেতৃত্বে এদিনের কর্মসূচিতে অংশ নেন।

সমাজবন্ধুরা পরিবারগুলোর হাতে তুলে দেন কাপড়-চোপড় ও খাদ্য সামগ্রী। একইসঙ্গে তাঁরা সকল অংশের মানুষকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এদের উদ্যোগে যথেষ্ট খুশি শিবিরের মানুষজন। (সমাপ্ত)

হিন্দুস্থান সমাচার / অনীশ ভট্টাচার্য / সমীপ কুমার দাস




 

 rajesh pande