অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অভিনব ভাবনা, নির্যাতিতার স্মরণে জঙ্গলমহলে বৃক্ষরোপণ
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.) অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অভিনব ভাবনা। সুদূর জঙ্গলমহলের কাপগাড়ি এলাকায় এক বৃক্ষরোপণের মাধ্যমে আর জি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আর্যভ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অ
অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অভিনব ভাবনা, নির্যাতিতার স্মরণে জঙ্গলমহলে বৃক্ষরোপণ


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.) অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর অভিনব ভাবনা। সুদূর জঙ্গলমহলের কাপগাড়ি এলাকায় এক বৃক্ষরোপণের মাধ্যমে আর জি কর হাসপাতালের নির্যাতিতা মহিলা চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আর্যভ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বসন্তরাণী নামকরণ করা হয়েছে ওই নির্যাতিতার। মূলতঃ এই অনুষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে প্রতীকি। থ্যালাসেমিয়া টেস্ট ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। জামবনি ব্লকের সেবা ভারতী মহাবিদ্যালয়ে সেবা প্রকল্পের আওতায় বিনামূল্যে পরীক্ষা করা হয় থ্যালাসেমিয়ার। ৪০ জন কলেজ পড়ুয়া এই পর্বে যোগদান করে। এছাড়াও ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে যোগদানকারী মধ্যেই ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগের হাত থেকে বাঁচাতে ভার্চুয়াল মাধ্যমেই উপস্থিত পড়ুয়াদের সামনে বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট ডঃ দেবমাল্য বাগচি।

প্রসঙ্গতঃ কলেজের ছাত্র ও ছাত্রীদের হাতে গোলাপ ফুল ও শংসাপত্র তুলে দিয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তিনি বলেন, সত্তর বছর বয়সের দোরগোড়ায় পৌঁছেছি। সচেতনতার মাধ্যমেই এই মারণ রুখে দেওয়া সম্ভব। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের স্মৃতিতেই গাছের চারা লাগানো হয়েছে। বছরভর গাছটির দেখভাল করবে 'আর্যভ' সংস্থা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক চিরঞ্জীব গোস্বামী এ প্রসঙ্গে জানান, প্রত্যন্ত অঞ্চলে ও গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে থ্যালাসেমিয়া প্রতিরোধের কর্মকান্ড ছড়িয়ে দিতে বরং তৎপর রয়েছে তাদের সংস্থা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande