জাতীয় স্তরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের খ্যাতি অর্জন
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (এনএফআরএসএ)-এর পুরুষ ও মহিলা ক্রীড়াবিদরা জাতীয় স্তরে ক্রমাগতভাবে খ্যাতি অর্জন করে চলেছেন।
জাতীয় স্তরে খ্যাতি অর্জন এনএফ রেলের মহিলা ক্রীড়াবিদদের


জাতীয় স্তরে খ্যাতি অর্জন এনএফ রেলের পুরুষ ক্রীড়াবিদদের


গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (এনএফআরএসএ)-এর ক্রীড়াবিদরা জাতীয় স্তরে ক্রমাগতভাবে খ্যাতি অর্জন করে চলেছেন।

আজ সোমবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী সাইক্লিং ভেলোড্রমে আয়োজিত ৬১-তম সর্বভারতীয় আন্তঃরেলওয়ে ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর সমাপ্তি ঘটে। অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সাইক্লিং টিম ট্র্যাক সাইক্লিঙের আটটি ভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের টিমটি ৪৮ পয়েন্ট লাভ করে চ্যাম্পিয়নশিপ (পুরুষ ইভেন্ট) শ্রেষ্ঠ পুরস্কার লাভ করতে সক্ষম হয়েছে। পরের স্থানগুলিতে যথাক্রমে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে ৩৪ পয়েন্ট, নর্দান রেলওয়ে ৩১ পয়েন্ট এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ১৯পয়েন্ট লাভ করে।

একক শ্রেণির ইভেন্টগুলির মধ্যে ৫০০ মিটার স্প্রিন্টে সোনা জয় করেন এল রোনাল্ডো সিং, ১ কিমি টাইম ট্রায়াল ইভেন্টে সোনা জয় করেন ওয়াই রোজিত সিং এবং ৪ কিমি পারস্যুট ইভেন্টে রূপা লাভ করেন মনজিত কুমার। দলীয় ইভেন্টে ৪ কিমি পারস্যুটে সোনা লাভ করেন এল রোনাল্ডো সিং, মনজিত কুমার, ওয়াই রোজিত সিং, দীনেশ ও রামেশ্বর লাল এবং দলীয় স্প্রিন্ট ইভেন্টে ওয়ারিশ দীপ সিং, এল রোনাল্ডো সিং এবং ওয়াই রোজিত সিং সোনা দখল করেছেন।

অন্যদিকে, মাঙ্গালুরুতে আয়োজিত সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক্স চ্যাম্পিনয়নশিপে সোনার পদক দখল করে ভারতীয় রেলওয়ের মহিলা টিম ৪.১.৮৩ সেকেন্ডের একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছে। এনএফআরএসএ-এর দুই সাতাঁরু যথাক্রমে মিস আস্থা চৌধুরী ও মিস শিবাঙ্গী শর্মা ভারতীয় রেলওয়ের মহিলা টিমের অংশ ছিলেন। তাঁরা দুজনেই দুর্দান্ত প্রদর্শন করেন এবং রেকর্ড সময়ের সাথে সোনা জয় করে ভারতীয় রেলওয়েকে সাহায্য করেন। একক শ্রেণিতে মিস আস্থা চৌধুরী ১০০ মিটার ও ২০০ মিটার বাটারফ্লাই প্রতিযোগিতায় যথাক্রমে সোনা ও রূপা লাভ করেন।

এই কৃতিত্বগুলি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য এনএফআরএসএ-এর দ্বারা প্রদত্ত উন্নত প্রশিক্ষণ ও আধুনিক পরিকাঠামোর ফল। মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব ক্রীড়াবিদদের সাহায্য করার পাশাপাশি তাঁদের জন্য অত্যাধুনিক উন্নত প্রশিক্ষণ পরিকাঠামো প্রদান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রেস বার্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande