পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্ত‌রের ফলক উন্মোচন বিধায়ক কৃষ্ণেন্দুর
পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্ত‌রের ফলক উন্মোচন বিধায়ক কৃষ্ণেন্দু পালের
পাথারকান্দি মডেল এইচএস স্কুলের নতুন ভবনের শিলান্যাস করে বক্তব্য পেশ করছেন বিধায়ক কৃষ্ণেন্দু   পাল


পাথারকান্দি (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ‌শিক্ষা ছাড়া সমা‌জের সা‌র্বিক উন্নয়ন সম্ভব নয়। এই উদ্দে‌শ্যেকে সাম‌নে রে‌খে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্যা সরকার। যা বিগত ‌দি‌নে অন্যে কোনও সরকারের আমলে প‌রিল‌ক্ষিত হয়নি। আজ বুধবার পাথারকা‌ন্দি ম‌ডেল হায়ার সেকেন্ডারি স্কু‌লের নতুন ভব‌নের ভি‌ত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করে আয়োজিত অনুষ্ঠা‌নে প্রদত্ত বক্ত‌ব্যে বলেছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিধায়‌ক কৃষ্ণেন্দুর হাতে ২০২৪-২৫ অর্থবর্ষের মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজের অধীন সাত কোটি টাকা ব্যয়সাপেক্ষে এই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ‌বিধায়ক বলেন, পূর্ববর্তী অ-বিজোপি সরকারের আমলে স্কুলের পরিকাঠামো উন্নয়নে নেতা-মন্ত্রীদের কা‌ছে দা‌বি জানা‌তে হতো। কিন্তু এখন পরিকাঠামো উন্নয়নে সরকারের কাছে আবেদন করতে হয় না। সরকার স্বউদ্যোগে প্রয়োজন সাপেক্ষে একের পর এক কেবল শিক্ষাক্ষেত্র নয়, সর্বক্ষেত্রে উন্নয়নমূলক তথা পরিকাঠামো উন্নয়ন ক‌রে চ‌লে‌ছে।

ফ‌লে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে পাথারকান্দি বিধানসভা এলাকায় স্থানীয় ছাত্রছাত্রী‌দের শিক্ষাদানের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি স্কুল-কলেজ। এতে সম‌য় সম‌য় যোগান ধরা হ‌চ্ছে বিনামুল্যে পাঠ্য।পুস্তক, পোশাক, মধ্যারহ্ন ভোজনের উপকরণ। এ ছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। আগামী দু-বছরের মধ্যে এই স্কুলের নতুন ভবনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বক্তৃতানুষ্ঠানের আগে ব্রাহ্ম‌ণের পূজার্চনার ম‌ধ্য দি‌য়ে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্ত‌রের ফলক উন্মোচন করেন বিধায়ক। প‌রে অনুষ্ঠিত হয় অতিথি বরণের কার্যক্রম। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ, স্কুল পরিচালন সমিতির সদস্য-সদস্যায, শিক্ষক-শিক্ষিকা, বহু অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande