সংবাদ মাধ্যমের প্রাপ্য সমর্থন এবং পরিকাঠামো প্রদান করতে বিটিসি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বাসুগাঁও প্রেসক্লাবের উদ্বোধন করে বলেন ড. স্বর্গিয়ারি
বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-র কার্যনির্বাহী সদস্য তথা তথ্য ও জনসংযোগ দফতরের দায়িত্বপ্রাপ্ত ড. নিলুত স্বর্গিয়ারি আজ বুধবার লাল ফিতা কেটে চিরাঙে নবনিৰ্মিত বাসুগাঁও
লাল ফিতা কেটে বাসুগাঁও প্রেসক্লাব-এর উদ্বোধন করছেন ইএম ড. নিলুত স্বর্গিয়ারি


বাসুগাঁও প্রেসক্লাব-এর উদ্বোধনী অনুষ্ঠানে ইএম ড. নিলুত স্বর্গিয়ারি


কোকরাঝাড় (অসম), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এ গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-র কার্যনির্বাহী সদস্য (ইএম) তথা তথ্য ও জনসংযোগ দফতরের দায়িত্বপ্রাপ্ত ড. নিলুত স্বর্গিয়ারি আজ বুধবার লাল ফিতা কেটে চিরাঙে নবনিৰ্মিত বাসুগাঁও প্রেসক্লাব-এর উদ্বোধন করেছেন।

প্রেসক্লাব ভবনের উদ্বোধন করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন ড. নিলুত স্বর্গিয়ারি। তিনি বলেন, ‘গণতন্ত্রের মেরুদণ্ড হিসেবে কাজ করে সংবাদ মাধ্যম। আমরা এর প্রাপ্য সমর্থন এবং পরিকাঠামো প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘বাসুগাঁও প্রেসক্লাবটি শুধুমাত্র স্থানীয় মিডিয়ার ল্যান্ডস্কেপই উন্নত করবে না, বরং সাংবাদিকদের আরও বেশি উৎসর্গ ও সম্পদের সাথে সমাজের সেবা করতে সক্ষম করবে।’

বিটিআর-এ সাংবাদিকদের কল্যাণে কাউন্সিলের উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করে ড. স্বর্গিয়ারি বলেন, ‘বিটিসি-প্ৰধান প্রমোদ বড়র দূরদর্শী নেতৃত্বে বিটিআর সরকার নিশ্চিত করছে, সংবাদ মাধ্যমগুলি সাংবাদিকতার সততা বজায় রাখতে এবং জনসাধারণের সেবা করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সহ কাজ করে।’

বাসুগাঁও প্রেসক্লাব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিসি-র এমসিএলএ সাইখং বসুমতারি এবং বিটিআর-এর বেশ কয়েকজন জ্যেষ্ঠ এবং নবীন সাংবাদিক উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande