অভিনেত্রী মৌসুমীর সাক্ষাৎকার ঘিরে বাকযুদ্ধ সামাজিক মাধ্যমে
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে প্রকাশ্যে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে তুলোধনা করেছেন। এর প্রতিবাদে আপত্তিকর মন্তব্য করেছেন দেবাংশু। প্রতিবাদে গর্জে উঠেছেন অনেকেই। কেউ বলছেন মহিলা কমিশনে অভ
অভিনেত্রী মৌসুমীর সাক্ষাৎকার ঘিরে বাকযুদ্ধ সামাজিক মাধ্যমে


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য সাংবাদিকের কাছে সাক্ষাৎকারে প্রকাশ্যে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে তুলোধনা করেছেন। এর প্রতিবাদে আপত্তিকর মন্তব্য করেছেন দেবাংশু। প্রতিবাদে গর্জে উঠেছেন অনেকেই। কেউ বলছেন মহিলা কমিশনে অভিযোগ জানাতে কেউ বা থানায় অভিযোগ দায়ের করতে।

আর জি কর-কাণ্ড নিয়ে কুণাল ঘোষের প্রতিদিনের সাফাই আর দেবাংশুর পোস্ট নিয়ে নিয়মিত বিতর্ক ওঠে। মৌসুমী এক সাক্ষাৎকারে বলেন, এই যে কুণাল ঘোষ আর ওই যে ছেলেটা আমি নামও ভুলে যাই মাঝে মাঝে দেবাংশু, এদের দুজনের ঘরে বসে বসে লেকচার বেরিয়ে যাবে যেদিন পাবলিকের সামনে পড়বে। সেদিন মমতা ব্যানার্জি বাঁচাতে আসবে না। একদিন তো ডাক্তারের কাছে আসতেই হবে, অসুস্থ সবাই হয়৷ সেদিন কী হয় ওদের দেখব।...

প্রতিবাদে সোমবার কুণাল সামাজিক মাধ্যমে লিখেছেন, “এদের চিনে রাখুন। এরা নাকি সাংবাদিক। যখন এক মহিলা প্রকাশ্যে আমাকে, দেবাংশুকে মারার কথা বলেন, ডাক্তারদের দিয়ে চিকিৎসা না করানোর হুমকি দেন, তখন সেটা নাকি 'বাক্যালাপ'! আর এর পাল্টা আমরা হাল্কা রসিকতা দিয়ে জবাব দিলে সেটা তখন পুরুষতান্ত্রিক! এই অসভ্যতা নজরে রাখুন। চিহ্নিত রাখুন!”

দেবাংশু সামাজিক মাধ্যমে লিখেছেন, একজন মহিলা প্রকাশ্যে দু'জনকে গণপিটুনি দিয়ে হত্যা করার উস্কানি দিচ্ছেন। ডাক্তারদের উস্কানি দিচ্ছেন, দুজন মানুষকে ভবিষ্যতে চিকিৎসা না দেওয়ার জন্য। সেই মহিলার দেওয়া খুনের হুমকি নিয়ে কারোর কোনও পোস্ট নেই! কারোর নিন্দে নেই..! আর সেই বুদ্ধিজীবীরা আমাদের লেখা নিয়ে খাপ পঞ্চায়েত বসিয়েছেন..!”

প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, আমাকে কুণাল ঘোষ আর দেবাংশুকে নিয়ে বলতে বলা হলে আমি ওই কথাই বলি। তার পরিপ্রেক্ষিতে ওঁদের ভাষা সবাই দেখে নিয়েছেন। ওঁদের দুজনের জন্যই দলটা কলুষিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম কথা বলেন না। ওঁরা দুজনেই মেয়েদের সম্মান করতে জানেন না। দলের সিনিয়রদের এবার ওঁদের দুজনকে নিয়ে একটু ভাবা উচিত ৷

দেবাংশু লিখেছেন, “অসাধারণ! ওই মহিলা যে বক্তব্য রেখেছেন সেটাই যদি আমাদের দলের কোনও নেতার মুখ দিয়ে শোনা যেত? সো কল্ড বুদ্ধিজীবীরা কি করতেন? যেহেতু হুমকিটা এই দলের দুজনের বিরুদ্ধে, তাই বেমালুম ওই মহিলার সাপোর্টে এসে দাঁড়িয়েছেন! সাবাশ..

মৌসুমী কোনও আইনি পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে তিনি জানান এখনও কিছু ভাবেননি। আরেকটু দেখতে চান যে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য আরও কী কী লেখেন। মৌসুমী আরও বলেন, আমরা সাধারণ মানুষ। ডাক্তারদের আন্দোলনের পাশে আছি।”

তিনি বলেন, “আজ এই সরকারের জায়গায় অন্য কোনও সরকারও যদি এই অন্যায়ের প্রতিবাদে পাশে না থাকত এভাবেই প্রতিবাদ করতাম। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তিনি আরও বলেন, আমার বক্তব্যে যদি কোনও রাজনৈতিক দলের খারাপ লাগে আমাকে ভদ্রভাবে বলুক। এটা শিক্ষার পরিচয়?

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande