পাঁচ মেডিক্যাল কলেজের হেল্থ কিয়স্ক নিয়ে বিতর্ক
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স. ) কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে হেল্থ কিয়স্ক ছিল আপাতত বন্ধ।এর ফলে রোগী ও তাঁদের পরিবারের জন্য সাহায্য দিতে যে উদ্দেশ্য নিয়ে তা খোলা হয়েছিল এই মুহূর্তে তা নিয়ে জটিলতা বৃদ্ধি পেয়েছে। সেই পরিষেবা মিলছে না। উল্
পাঁচ মেডিক্যাল কলেজের হেল্থ কিয়স্ক নিয়ে বিতর্ক


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স. ) কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে হেল্থ কিয়স্ক ছিল আপাতত বন্ধ।এর ফলে রোগী ও তাঁদের পরিবারের জন্য সাহায্য দিতে যে উদ্দেশ্য নিয়ে তা খোলা হয়েছিল এই মুহূর্তে তা নিয়ে জটিলতা বৃদ্ধি পেয়েছে। সেই পরিষেবা মিলছে না। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে বন্ধ করা হয়েছে ওই সরকারি পরিষেবা। স্বাস্থ্য সচিবের নির্দেশে আপাতত বন্ধ রাখা হয়েছে। জুনিয়র ডাক্তারদের একটানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর।

এদিকে, আরজিকর হাসপাতালের সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের মুখোমুখি সাংবাদিক সম্মেলনে আলোচনায় উঠে আসে হেল্থ কিয়স্কের বিষয়টি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ নিয়ে জানান, এই শহরের বুকে যে পাঁচটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে সেখানে বৃহত্তর স্বার্থে কলকাতা পুরসভার তরফে স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যেই তা খোলা হয়েছিল। এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে মেয়র জানান, দুঃখজনক ঘটনা। মর্মান্তিক মৃত্যুর ঘটনা ওই মহিলা চিকিৎসকের। তবে, টানা আন্দোলনের জেরেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। যদিও রোগীর স্বার্থে সুচিকিৎসার দাবিতে আন্দোলন প্রত্যাহারেরও আহ্বান করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande