নভি মুম্বইয়ে ভেঙে পড়লো তিন-তলা বাড়ি, সুরক্ষিত উদ্ধার দু'জন
মুম্বই, ২৭ জুলাই (হি.স.): বিগত কিছু দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। এই বৃষ্টির মধ্যেই শনিবার সকালে নভি মুম্বইয়ে ভেঙে পড়লো একটি তিন-তলা বাড়ি। শনিবার সকাল ৪.৫০ মিনিট নাগাদ নভি মুম্বইয়ের শাহবাজ গ্রামে ভেঙে পড়ে বাড়িটি। বাড়িও ভেঙে পাওয়ার খবর মাত্রই
Building


মুম্বই, ২৭ জুলাই (হি.স.): বিগত কিছু দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। এই বৃষ্টির মধ্যেই শনিবার সকালে নভি মুম্বইয়ে ভেঙে পড়লো একটি তিন-তলা বাড়ি। শনিবার সকাল ৪.৫০ মিনিট নাগাদ নভি মুম্বইয়ের শাহবাজ গ্রামে ভেঙে পড়ে বাড়িটি। বাড়িও ভেঙে পাওয়ার খবর মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই দু'জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নভি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার কৈলাস শিন্ডে বলেছেন, সকাল আনুমানিক পাঁচটা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। দু'জনকে উদ্ধার করা হয়েছে। আরও দু'জন সম্ভবত চাপা পড়ে রয়েছেন। এনডিআরএফ-এর টিম ঘটনাস্থলে রয়েছে। নভি মুম্বইয়ের ডেপুটি ফায়ার অফিসার পুরুষোত্তম যাদব বলেছেন, আমরা সকাল ৪.৫০ মিনিট নাগাদ একটি বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়েছি। দু'জনকে উদ্ধার করা হয়েছে। দু'জন আটকে থাকার সম্ভাবনা রয়েছে এবং তাঁদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / Santosh Madhup




 

 rajesh pande