ধুবড়িতে নবনির্মিত কৃষি মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন রাজ্যপাল গুলাবচাঁদের
ধুবড়িতে নবনির্মিত কৃষি মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন
Governor Gulabchand Kataria


Newly constructed Agricultural College at Dhubri


ধুবড়ি (অসম), ২৭ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত চাপরের রাঙামাটিতে নবনির্মিত শরৎচন্দ্ৰ সিংহ কৃষি মহাবিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।

এখানে এসে প্ৰথমে তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ পরদৰ্শন করেছেন। পরে কৃষি মহাবিদ্যালয়ের প্ৰেক্ষাগৃহে ছাত্ৰছাত্ৰীদের সঙ্গে মতবিনিময় করে কৃষি বিজ্ঞানীদের উদ্দেশ্য বহু মূল্যবান বক্তব্য করেছেন

রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সার প্ৰয়োগের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন রাজ্যপাল। এছাড়া কৃষিকৰ্মের মাধ্যমে দেশের অৰ্থনীতি ব্যাপক সবল হবে বলে ছাত্রছাত্রী এবং কৃষি বিজ্ঞানীদের সামনে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন তিনি।

এদিকে কৃষি মহাবিদ্যালয় চত্বরে কোভিডকালে এক মাসের জন্য ধ্যান ফাউন্ডেশন নামের একটি এনজিও অস্থায়ীভাবে গোশালা তৈরি করেছিল। এক মাস অতিক্রান্ত হয়ে প্রায় তিন বছর হতে চলেছে, এনজিওটি মহাবিদ্যালয়ের ভূমি ছেড়ে অন্যত্র যেতে চাইছে না। এই বিষয়টি রাজ্যপালকে অবগত করে এর সমাধানে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন মহাবিদ্যালয় কতৃপক্ষ। সব শুনে বিষয়টির সমাধান করতে রাজ্যপাল ধুবড়ির জেলাশাসককে নির্দেশ দিয়েছে।

রাজ্যপালের সঙ্গে এসেছিলেন তাঁর পত্নীও। ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য, ধুবড়ির জেলাশাসক, পুলিশ সুপার সহ বহু গণ্যমান্য ব্যক্তি।

(সমাপ্ত)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস / অরবিন্দ




 

 rajesh pande