কর্মসংস্থান ও মধ্যম বর্গের প্রগতিই বাজেটের লক্ষ্য : মনসুখ মান্ডভিয়া
রায়পুর, ২৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তাঁর কথায়, কর্মসংস্থান ও মধ্যম বর্গের প্রগতিই বাজেটের লক্ষ্য। শনিবার সকালে ছত্তিশগড়ের রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়
Msnsukh


রায়পুর, ২৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তাঁর কথায়, কর্মসংস্থান ও মধ্যম বর্গের প্রগতিই বাজেটের লক্ষ্য। শনিবার সকালে ছত্তিশগড়ের রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তৃতীয়বারের মতো গঠিত হয়েছে...প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় মেয়াদে এটিই প্রথম বাজেট পেশ করা হয়েছে।

মনসুখ মান্ডভিয়া এরপরই যোগ করেছেন, বাজেটের লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি, মধ্যবিত্তকে সমর্থন দেওয়া এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধির হার বাড়াতে এমএসএমইকে উৎসাহিত করা। উল্লেখ্য, বাজেট নিয়ে দেশের বিভিন্ন রাজ্য বঞ্চনার অভিযোগ আনছে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়ার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / Santosh Madhup




 

 rajesh pande