মণিপুরের বিষ্ণুপুর জেলায় দুটি দূরপাল্লার রকেট সংস্থাপন কুকি জঙ্গিদের, হতাহত সাত, জানান আইজিপি
মণিপুরের বিষ্ণুপুর জেলার জনবসতি এলাকার দুটি স্থানে দূরপাল্লার রকেট সংস্থাপন করেছে কুকি জঙ্গিরা। রকেট হামলায় একজনের মৃত্যু এবং ছয়জন জখম হয়েছেন। তাঁরা সকলেই সাধারণ নাগরিক।
3 bunkers destroyed by security forces


ইমফল, ৭ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার জনবসতি এলাকার দুটি স্থানে দূরপাল্লার রকেট সংস্থাপন করেছে কুকি জঙ্গিরা। রকেট হামলায় একজনের মৃত্যু এবং ছয়জন জখম হয়েছেন। তাঁরা সকলেই সাধারণ নাগরিক।

আজ শনিবার মণিপুরের আইজিপি (ইন্টেলিজেন্স) কে কাবিব এক সাংবাদিক সম্মেলনে জানান, গতকাল বিকালে কুকি জঙ্গিরা বিষ্ণুপুর জেলার জনবসতি অঞ্চলে দুটি দূরপাল্লার রকেট সংস্থাপন করেছিল। রাতে রকেট থেকে ছোঁড়া হয় শেল। শেলের ঘায়ে ফিওয়াংবাম লেইকাইয়ের নামের জনৈক আরকে রাবেই (৭৮)-এর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য ছয় সাধারণ নাগরিক আহত হয়েছেন।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত সশস্ত্ৰ পুলিশের দল এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী জেলার পার্বত্য রেঞ্জে ছুটে গিয়েছে। আকাশপথে টহল দেওয়ার জন্য সামরিক বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী মুয়ালসাং গ্রামে দুটি এবং চূড়াচাঁদপুরের লাইকা মুয়ালসাউ গ্রামে একটি সহ মোট তিনটি বাঙ্কার ধ্বংস করেছে।

বিষ্ণুপুরের পুলিশ সুপার দলবল নিয়ে এলাকায় ছুটে যাওয়ার সময় সন্দেহভাজন কুকি জঙ্গিরা তাঁদের ওপর গুলি চালায়। তবে পুলিশের দল পাল্টা জবাব দেওয়ায় জঙ্গিরা পালিয়ে গা ঢাকা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande