ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক, বিশ্বের সবাই এখন তা চাইছে : প্রধানমন্ত্রী
আহমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক, বিশ্বের সবাই এখন তা চাইছে। গুজরাটের আহমেদাবাদে একটি সরকারি অনুষ্ঠানে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্বে ভারত সম্মান পাচ্ছে। বিশ্বের সবাই ভারত এবং ভারতী
প্রধানমন্ত্রী


আহমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক, বিশ্বের সবাই এখন তা চাইছে। গুজরাটের আহমেদাবাদে একটি সরকারি অনুষ্ঠানে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্বে ভারত সম্মান পাচ্ছে। বিশ্বের সবাই ভারত এবং ভারতীয়দের উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানায়। সবাই চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক হোক। কোথাও কোনও সংকট অথবা সমস্যা দেখা দিলে সমাধানের জন্য মানুষ ভারতকে স্মরণ করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আহমেদাবাদের একটি অনুষ্ঠান থেকে ৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন৷ এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে শহুরে এবং গ্রামীণ উভয় বিভাগের সুবিধাভোগীদের হাতে নির্মিত বাড়ি তুলে দেন। এখানেই শেষ হয়, এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত ভারতের প্রথম বন্দে মেট্রোর শুভ সূচনা করেছেন। পাশাপাশি নাগপুর থেকে সেকেন্দ্রাবাদ, কোলহাপুর থেকে পুনে, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে বারাণসী, দুর্গ থেকে বিশাখাপত্তনম, পুনে থেকে হুবলি এবং বারাণসী থেকে দিল্লি পর্যন্ত প্রথম ২০ কামরার বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande