করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকার মাদক ইয়াবা এবং ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার দুই
করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহজনক বহু পরিমাণের ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক দুই পাচারকারীকে।
করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, গ্রেফতার দুই


করিমগঞ্জ (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহজনক বহু পরিমাণের ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারী যথাক্রমে করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়ি থানা এলাকার জনৈক হানিফ উদ্দিন এবং পাথারকান্দি থানা এলাকার জবরুল হুসেনকে।

জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুর থেকে করিমগঞ্জের উপকণ্ঠ প্যাটেলনগরে জাতীয় সড়কে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস (আইপিএস)-এর নেতৃত্বে পুলিশের এক দল অভিযানে নামে। বেলা প্রায় একটা নাগাদ এএস ১১ ইসি ৫৬৬৬ নম্বরের চার চাকার একটি বলেরো পিকআপ ভ্যানের গতিরোধ করে তালাশি চালায় পুলিশের অভিযানকারী দল।

তালাশি চালিয়ে গাড়ির সামনে চালকের আসনের নীচে তৈরি গোপন চেম্বার থেকে ৪৫টি সাবানের বাক্স থেকে ৫৩৭ গ্রাম ওজনের ১ লক্ষ ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং সন্দেহজনক বহু পরিমাণের ব্ৰাউন সুগার উদ্ধার করেছে পুলিশ সুপারের নেতৃত্বাধীন অভিযানকারী দল। উদ্ধারকৃত মাদকগুলির আন্তর্জাতিক বাজারে মূল্য কমপক্ষে ৪২ কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে হানিফ উদ্দিন এবং জবরুল হুসেনকে আটক করে ইয়াবা ও বলেরো পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি জেরায় ধৃতরা মাদক পাচারের ঘটনা স্বীকার করেছে। ইয়াবাগুলি প্রতিবেশী মিজোরাম থেকে সংগ্রহ করা হয়েছে বলেও স্বীকারোক্তিতে বলেছে তারা।

স্বীকারোক্তির ভিত্তিতে দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশের সদর দফতরের সূত্রটি জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, মাদক কারবার সম্পর্কিত আরও তথ্য উদ্ধার করতে ধৃত দুজনকে পুলিশের পদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande