দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করছেন না মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং
দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ করছেন না মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং
Manipur CM N Biren Singh (File pix)


ইমফল, ৭ সেপ্টেম্বর (হি.স.) : সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ শনিবার রাতে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র পেশ করেবেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। সে অনুযায়ী রাজ্যপালের কাছে সময়ও চেয়েছিলেন। তবে দলের (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি তাঁর সিদ্ধান্ত বদল করেছেন। গোটা ঘটনাক্রম জানা গেছে বিশ্বস্ত সূত্রের খবরে।

সূত্রের খবর, আজ বিকালে রাজ্য সরকারের প্রধান দল বিজেপি এবং শরিক দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। বৈঠকে আচমকা তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সিদ্ধান্ত জানান দলের সর্বভারতীয় নেতৃত্বকে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এখনই তাঁকে পদত্যাগ করতে বারণ করেন।

সূত্রটি জানিয়েছে, মণিপুরের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বীরেন সিঙের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিবেচনা করবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বীরেন সিংকে কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তা জানাবে, খবর সূত্রের।

ইত্যবসরে পূর্ব সূচি অনুযায়ী রাতে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী বীরেন। রাজ্যপালকে তিনি তাঁর পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সরে পদত্যাগ করবেন না বলে জানান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande