দক্ষিণবঙ্গের সর্বত্রই ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তাল থাকবে সমুদ্র
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,
Rain


কলকাতা, ২৭ জুলাই (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী ৩০ জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি গুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃষ্টি হবে মহানগরী কলকাতাতেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এবং সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলয়। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সময়ে উত্তাল থাকতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / Santosh Madhup




 

 rajesh pande