মিড ডে মিলের পরিদর্শনে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি
ব্যারাকপুর, ১ আগস্ট(হি.স.): মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিষেবা পরিদর্শনে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর ২ ব্লকের লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে আসেন বিডিও সানোয়ার আলি ও পঞ্চায়েত সম
মিড ডে মিলের পরিদর্শনে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি


ব্যারাকপুর, ১ আগস্ট(হি.স.): মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিষেবা পরিদর্শনে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর ২ ব্লকের লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে আসেন বিডিও সানোয়ার আলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। তারা নিজে হাতে পড়ুয়াদের খাবার তুলে দেন এবং রান্না করা খাবারের মান পরীক্ষা করতে নিজেরাও খাবার খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তন্ময় রায়, স্বপন হালদার প্রমুখ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সরকারি কর্মকর্তারা স্কুল, কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে পরিষেবার মান পরীক্ষা করছেন। সেই ধারাবাহিকতায়, প্রবীর রাজবংশী জানান, এই পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার গুনগতমান পরীক্ষা করা হচ্ছে।

লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুলে মিড ডে মিলের খাবারের মান যথেষ্ট ভালো বলে জানান তিনি। রান্নাঘর ঘুরে দেখে, রাধুনীদের সাথে কথাবার্তা বলার পর জানা যায়, তারা এই সারপ্রাইজ পরিদর্শনে খুশি।

প্রধান শিক্ষক স্বপন কুমার রায় জানান, এমন পরিদর্শনগুলি শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিষেবার মান উন্নত করতে কর্মকর্তাদের সরাসরি পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। এই উদ্যোগের ফলে বিদ্যালয়, কলেজ, হাসপাতালের পরিষেবার মানোন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায় / সোনালি




 

 rajesh pande