ঠাকুরবাড়িতে অভিষেকের আগমন ঘিরে বিতর্ক, পুজো দিতে দেব না বলে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের
উত্তর ২৪ পরগনা, ৩১ ডিসেম্বর ( হি. স.)- ২০২৬ সালের জানুয়ারি মাসের ৯ তারিখে ঠাকুরবাড়িতে পুজো দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—এমন ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের এই ঘোষণার পরই পাল্টা কড়া
শান্তনু ঠাকুর


উত্তর ২৪ পরগনা, ৩১ ডিসেম্বর ( হি. স.)- ২০২৬ সালের জানুয়ারি মাসের ৯ তারিখে ঠাকুরবাড়িতে পুজো দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—এমন ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের এই ঘোষণার পরই পাল্টা কড়া অবস্থান নিলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ ফোর্স দেখিয়ে ঠাকুরবাড়িতে এলে কোনওভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজো দিতে দেওয়া হবে না।বুধবার শান্তনু ঠাকুর বলেন, স্বাভাবিকভাবে ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারেন, তাতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে অতীতে পুলিশ বাহিনী নিয়ে এসে শক্তি প্রদর্শন করেছেন, সেই একইভাবে এলে পরিস্থিতি ভিন্ন হবে। তিনি দাবি করেন, সেক্ষেত্রে হাজার হাজার মতুয়া ভক্ত জমায়েত হবে এবং ধিক্কার মিছিল চলবে।এদিন শান্তনু ঠাকুর আরও বলেন, শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে আসতে চাইছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও আক্রমণ শানিয়ে বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করার জন্য আগে ‘পিসি’-কে ক্ষমা চাইতে হবে।এই মন্তব্য ঘিরে মতুয়া অধ্যুষিত এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande