শিলিগুড়ির পূর্ব চয়নপাড়া এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের
শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর ( হি. স.) : শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।স্থানীয়দের বাধায় আপাতত বন্ধ টাওয়ার বসানোর কাজ। জানা গিয়েছে, এলাকায় আগে থেকেই একটি মোবাইল ট
শিলিগুড়ির পূর্ব চয়নপাড়া এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের


শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর ( হি. স.) : শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।স্থানীয়দের বাধায় আপাতত বন্ধ টাওয়ার বসানোর কাজ।

জানা গিয়েছে, এলাকায় আগে থেকেই একটি মোবাইল টাওয়ার রয়েছে। সম্প্রতি সেই এলাকাতেই আরও একটি নতুন টাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কোনওরকম না জানিয়েই কাজ শুরু করতে যাচ্ছিল সংশ্লিষ্ট সংস্থা। বিষয়টি নিয়ে গত প্রায় তিন মাস ধরেই এলাকায় উত্তেজনা চলছিল।

এদিন এলাকাবাসীরা একত্রিত হয়ে টাওয়ার বসানোর কাজ বন্ধ করে দেন এবং বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের আপত্তির কারণে বন্ধ করে দেওয়া হয় টাওয়ার বসানোর কাজ।

এলাকাবাসীদের অভিযোগ, আগে থেকেই একটি টাওয়ার থাকায় রেডিয়েশনের প্রভাব পড়ছে। আরও একটি টাওয়ার বসানো হলে মানুষের স্বাস্থ্যের বড় ক্ষতি হবে।কোনও এনওসি ছাড়াই কীভাবে কাজ শুরু করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande