
চণ্ডীগড়, ৩১ ডিসেম্বর (হি.স.): পঞ্জাব জুড়ে ক্রমাগত তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে পঞ্জাব রাজ্য সরকার স্কুলগুলিতে শীতকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এর আগে পঞ্জাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল এবং ১ জানুয়ারি থেকে স্কুল খোলার নির্দেশ জারি করা হয়। তবে গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করেই রাজ্য সরকার নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বুধবার পঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনস সামাজিক মাধ্যমে জানান, মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান–এর নির্দেশে পড়ুয়া ও শিক্ষক-কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত, স্বীকৃত ও বেসরকারি স্কুলে ৭ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ জানুয়ারি থেকে যথারীতি স্কুল খুলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য