
শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.) : আগামী কয়েক দিন জম্মু ও কাশ্মীর জুড়ে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনই বুধবার জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তর ও মধ্য কাশ্মীরের কিছু উঁচু ও অতি উঁচু অঞ্চলে মাঝারি থেকে ভারী তুষারপাত হতে পারে।
শ্রীনগরের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি সকাল বা দুপুর পর্যন্ত রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে। এই সময়ে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২ জানুয়ারি আবহাওয়া আংশিক থেকে সাধারণত মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে।
৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া হালকা থেকে সাধারণত মেঘলা থাকবে। ৬ জানুয়ারি উত্তর ও মধ্য কাশ্মীরের কিছু উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১০ জানুয়ারিতেও আকাশ আংশিক থেকে সাধারণত মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।
আবহাওয়া দফতর যাত্রী ও পরিবহণ সংস্থাগুলিকে এই সময় ট্রাফিক ও প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, জম্মু বিভাগের সমতল এলাকায় মাঝারি কুয়াশা এবং আগামী ৪৮ ঘণ্টায় কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য