
জয়পুর, ৩১ ডিসেম্বর (হি.স.): নববর্ষের প্রাক্কালে জয়পুর শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও ফার্ম হাউসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষ রাতভর নববর্ষ উদযাপনে রাস্তায় থাকবেন। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে আগাম কড়া ব্যবস্থা নিয়েছে জয়পুর পুলিশ ও ট্রাফিক বিভাগ।
বুধবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ নজর রাখা হবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে ও বেপরোয়া ড্রাইভিংয়ের উপর। নববর্ষের রাতে আইন ভাঙলে উৎসব আনন্দের বদলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হবে।
জয়পুর শহরের ট্র্যাফিক পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) জানান, নববর্ষের প্রাক্কালে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ভিড়পূর্ণ এলাকায় ব্রেথ অ্যানালাইজারসহ বিশেষ দল মোতায়েন করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে ধরা পড়লে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী চালান কাটা হবে এবং পরিবহণ দফতরে ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুপারিশ পাঠানো হবে। গুরুতর ক্ষেত্রে রাজস্থান পুলিশ অ্যাক্ট অনুযায়ী গ্রেফতারিও করা হতে পারে।
তিনি আরও বলেন, মদ্যপানের পর নিজে গাড়ি না চালিয়ে চালক রাখার বা ট্যাক্সি ব্যবহারের জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও নববর্ষের রাতে হেলমেট ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, চলন্ত গাড়িতে হইচই করা, গাড়িতে উচ্চ শব্দে স্টেরিও বাজানোর মতো আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণে ৫০টিরও বেশি মোবাইল ফোর্স মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী জেএলএন মার্গে ওয়ান-ওয়ে ব্যবস্থা কার্যকর থাকবে। শহরের ট্রাফিক পরিস্থিতি নজরদারিতে ড্রোন ব্যবহার করা হবে এবং যেখানে যানজট বাড়বে, সেখান থেকে দ্রুত ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।
নববর্ষ উপলক্ষে আয়োজক ও আগত দর্শনার্থীদের নির্দিষ্ট পার্কিং স্থানে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভুল জায়গায় পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গৌরব টাওয়ার সংলগ্ন এলাকায় ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু করা হতে পারে।
যান চলাচল স্বাভাবিক রাখতে নিউ গেট চত্বর, রামনিবাস বাগ চত্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে রাত ২টো পর্যন্ত ট্রাফিক সিগন্যাল চালু থাকবে। শহরে ভারী যানবাহনের প্রবেশও রাত ২টা পর্যন্ত বন্ধ রাখা হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য