বর্ষবরণের আগে সীমান্তে কড়া নিরাপত্তা স্বরূপনগর–বসিরহাট–টাকি–হিঙ্গলগঞ্জে
বসিরহাট, ৩১ ডিসেম্বর ( হি. স.) : বুধবার ইংরেজি নববর্ষের আগের দিন সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা গ্রহণ করল বিএসএফ ও জেলা পুলিশ। উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থেকে বসিরহাট, টাকি ও হিঙ্গলগঞ্জ—পুরো সীমান্ত এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়ে
নৌকা ভ্রমন


বসিরহাট, ৩১ ডিসেম্বর ( হি. স.) : বুধবার ইংরেজি নববর্ষের আগের দিন সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা গ্রহণ করল বিএসএফ ও জেলা পুলিশ। উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থেকে বসিরহাট, টাকি ও হিঙ্গলগঞ্জ—পুরো সীমান্ত এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জলপথ ও স্থলপথে চলছে যৌথ টহল, নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি।উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সোনাই নদীতে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ স্পিডবোট নিয়ে পেট্রোলিং শুরু করেছে। নদীপথে অবৈধ অনুপ্রবেশ বা পাচার রুখতেই এই বিশেষ নজরদারি। অন্যদিকে বসিরহাটের ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তেও বিএসএফের কড়া পাহারা চোখে পড়েছে।টাকি ও মিনি সুন্দরবন এলাকায় পর্যটকদের ভিড় বাড়ায় সেখানে গোয়েন্দা কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যটক ও যানবাহনের উপর নজর রাখা হচ্ছে। রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকদের গতিবিধিও বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।এদিকে ২০২৫ সালের শেষ দিনে সুন্দরবন ও টাকি পর্যটন কেন্দ্রে সকাল থেকেই ভ্রমণপিপাসু মানুষের ঢল নেমেছে। নববর্ষকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণেই প্রশাসনের এই বাড়তি সতর্কতা বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande