
বরেলি, ৩১ ডিসেম্বর (হি.স.) : অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ), বরেলি ইউনিট। অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম আফিম-সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া আফিমের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম ফয়সাল খান ওরফে আরশি এবং আলিম। তারা দু’জনই বদাউন জেলার অন্তর্গত নাই সরাই এলাকার বাসিন্দা। বুধবার উত্তর প্রদেশের পুলিশের মহাপরিচালকের নির্দেশে পরিচালিত অভিযানে মকরন্দপুর হনুমান মন্দির সংলগ্ন চৌরাস্তা থেকে প্রায় ১০০ মিটার দূরে চম্পতপুরগামী সড়ক থেকে তাদের আটক করা হয়।
অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে সাড়ে ৩ কেজি আফিম ছাড়াও তিনটি মোবাইল ফোন এবং ৩,৬৫০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ফয়সাল খান জানিয়েছে, বদাউনে তার একটি পুরোনো জিনিসের দোকান রয়েছে এবং সে জ্ঞান সিং নামের এক ব্যক্তির কাছ থেকে কেজি প্রতি দেড় লক্ষ টাকা দরে আফিম কিনেছিল। অধিক লাভের উদ্দেশ্যে পঞ্জাব থেকে আসা ক্রেতাদের কাছে এই আফিম বিক্রির পরিকল্পনা ছিল।
এএনটিএফ বরেলি ইউনিটের আধিকারিক বিকাশ যাদব জানিয়েছেন, এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। এই ঘটনায় ভামোরা থানায় এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য