
জৌনপুর, ৩১ ডিসেম্বর (হি. স.) : উত্তর প্রদেশের জৌনপুর এবং আশপাশের এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাব পড়েছে রেল পরিষেবায়। কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে চলছে। কুয়াশার কারণে কম দৃশ্যমান্যতার জন্য নিরাপত্তাজনিত কারণে জৌনপুর–গাজিপুর সিটি প্যাসেঞ্জার ট্রেন এক মাসের জন্য বাতিল করা হয়েছে।
বুধবার রেল সূত্রে জানা গেছে, আনন্দ বিহার–মাউ এক্সপ্রেস জৌনপুর জংশনে প্রায় ১২ ঘণ্টা দেরিতে পৌঁছায়। হাওড়া–অমৃতসর পঞ্জাব মেল জঙ্ঘাই জংশনে পৌঁছায় প্রায় ১২ ঘণ্টা বিলম্বে। এছাড়াও অমৃতসর–হাওড়া পঞ্জাব মেল ২ ঘণ্টা ১২ মিনিট এবং নয়াদিল্লি–বারাণসী কাশী বিশ্বনাথ এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দেরিতে চলেছে।
জঙ্ঘাই জংশনের স্টেশন সুপারিন্টেনডেন্ট কমল সিং জানিয়েছেন, ঘন কুয়াশা ও শীতের কারণে পঞ্জাব মেল-সহ একাধিক ট্রেনের চলাচলে ব্যাঘাত ঘটছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ২৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জৌনপুর–গাজিপুর সিটি প্যাসেঞ্জার ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। জৌনপুর থেকে গাজিপুর যাওয়ার জন্য সরাসরি সরকারি বাস পরিষেবা না থাকায় বহু যাত্রী দৈনন্দিন যাতায়াতের জন্য এই প্যাসেঞ্জার ট্রেনের উপর নির্ভরশীল। ট্রেন বাতিল হওয়ায় অনেককেই বাধ্য হয়ে বেসরকারি যানবাহনের উপর নির্ভর করতে হচ্ছে।
জৌনপুর স্টেশনের স্টেশন সুপারিন্টেনডেন্ট রাম প্রকাশ জানিয়েছেন, দৃশ্যমানতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য