গঙ্গাসাগরে মেলায় ভিড় সামলাতে ড্রপ গেটে ট্রাফিক লাইট, আলোর ব্যবস্থা
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন সিদ্ধান্ত। আগামীদিনে ভিড় সামলাতে ড্রপ গেটে ট্রাফিক লাইট বসানোর ভাবনা চিন্তা একরকম প্রায় পাকা। বিভিন্ন জায়গায় একাধিক ড্রপ গেট বসানো হলে রাতের দিকেই বিশেষ সুবিধা হবে। এর ফলে দূর থেকেই মা
গঙ্গাসাগরে মেলায় ভিড় সামলাতে ড্রপ গেটে ট্রাফিক লাইট, আলোর ব্যবস্থা


কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন সিদ্ধান্ত। আগামীদিনে ভিড় সামলাতে ড্রপ গেটে ট্রাফিক লাইট বসানোর ভাবনা চিন্তা একরকম প্রায় পাকা। বিভিন্ন জায়গায় একাধিক ড্রপ গেট বসানো হলে রাতের দিকেই বিশেষ সুবিধা হবে। এর ফলে দূর থেকেই মানুষের যাতায়াত তথা পূণ্যার্থীদের আনাগোনা করতে বরং সুবিধাও হবে। একসঙ্গে যাতে অনেকেই এক জায়গা দিয়ে ঢুকে পড়তে না পারে তার জন্যে অস্থায়ীভাবেই বাঁশ দিয়ে তৈরি ব্যারিকেড গড়ে তুলতে হয় এবং আটকে রাখা হয়ে থাকে। এদিকে, বিক্ষিপ্তভাবে মেলায় আগতদের ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে যদিও নির্দেশ রয়েছে সরকারের তরফেও। তবে, কপিল মুনির মূল আশ্রমে পৌঁছাতে হলে বরাবরের মতো হুড়োহুড়ি থাকে। এইসব এড়িয়ে চলতে ওই ব্যবস্থা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় প্রমুখের উপস্থিতিতেই এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিভাগীয় আধিকারিকরা অংশগ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande