এসডিও-র নির্দেশে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অবৈধ গ্যারেজ উচ্ছেদ
বহরমপুর, ৩১ ডিসেম্বর ( হি. স.)- বহরমপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ কাঠামো গড়ে ওঠার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বহরমপুরের এসডিও-র নির্দেশে বুধবার সকালে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ গ্যারেজ উচ্ছেদ করল বহরমপুর পৌরসভ
উচ্ছেদ


বহরমপুর, ৩১ ডিসেম্বর ( হি. স.)- বহরমপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ কাঠামো গড়ে ওঠার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বহরমপুরের এসডিও-র নির্দেশে বুধবার সকালে বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ গ্যারেজ উচ্ছেদ করল বহরমপুর পৌরসভা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি জমি দখল করে এক ব্যক্তি বেআইনিভাবে গ্যারেজ চালাচ্ছিলেন।এ বিষয়ে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায় জানান, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল এবং গ্যারেজ চালানোর বৈধ নথিপত্র দেখাতে বলা হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এদিন প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়। পৌরসভার কর্মীরা পুলিশি সহায়তায় গ্যারেজটি ভেঙে দেয়।এসডিও, বহরমপুর শুভঙ্কর রায় বলেন, বহরমপুরে সরকারি জমি দখল করে কোনও অবৈধ দোকান বা গ্যারেজ চলতে দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তাদের নোটিশ দেওয়া হবে। নথি না দেখাতে পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অবৈধ দখল চিহ্নিত করা হচ্ছে। আগামী দিনেও নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান চলবে। প্রশাসনের এই পদক্ষেপে শহরের বাসিন্দাদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিকল্প পুনর্বাসনের দাবিও তুলেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande