নদীয়া, ১ আগস্ট(হি.স.) : বৃহস্পতিবার সকালে নদীয়ার শান্তিপুর এলাকায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে বাগাছড়া পঞ্চায়েতের বাগাছড়া খেলার মাঠের পাশে আমবাগান থেকে এক নাবালিকা কিশোরী এবং এক প্রাপ্তবয়স্ক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত কিশোরীর পরিবার জানিয়েছে, বাগাছড়া নিবাসী গৌতম মণ্ডল নামে এক যুবকের সঙ্গে কফি খেতে গিয়ে আর ফেরেনি কিশোরী। পরিবারের লোকজন বারবার ফোন করলে তারা আসছি বলে জানায়। পরে, কিশোরীর দাদু ফোন করলে কিশোরী জানায় তাকে মুখ বেঁধে তুলে আনা হয়েছে।
রাত আনুমানিক দুটো নাগাদ তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে। কিশোরীর মা জানান, মৃত যুবক ও কিশোরীর ভাইয়ের বন্ধুত্ব থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে, কিশোরীর দাদু অভিযোগ করেছেন, তার নাতনিকে খারাপ কিছু করে খুন করা হয়েছে এবং তারপর ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত দেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে দেহগুলি পাঠানোর ব্যবস্থা করেছে।
কিভাবে এবং কেন এই মৃত্যু ঘটেছে তা খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায় / সোনালি