বিহার ও উত্তর প্রদেশের মানুষের প্রতি কেজরিওয়ালের আচরণ শুরু থেকেই ভালো নয় : অশোক চৌধুরী
পাটনা, ১০ জানুয়ারি (হি.স.): পূর্বাঞ্চল সম্পর্কে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিহারের মন্ত্রী অশোক চৌধুরী। তাঁর কথায়, বিহার ও উত্তর প্রদেশের মানুষের প্রতি কেজরিওয়ালের আচরণ শুরু থেকেই ভালো ছিল না। শুক্রবার মন্ত্রী অশোক চৌধুরী বলে
অশোক চৌধুরী


পাটনা, ১০ জানুয়ারি (হি.স.): পূর্বাঞ্চল সম্পর্কে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিহারের মন্ত্রী অশোক চৌধুরী। তাঁর কথায়, বিহার ও উত্তর প্রদেশের মানুষের প্রতি কেজরিওয়ালের আচরণ শুরু থেকেই ভালো ছিল না। শুক্রবার মন্ত্রী অশোক চৌধুরী বলেছেন, দিল্লির মানুষ সবসময় বিহার ও উত্তর প্রদেশের মানুষদের নিয়ে কড়া মন্তব্য করে, যা ভুল। সমগ্র ভারতে, আমরা যে কোনও জায়গায় যেতে পারি, যে কোনও জায়গায় থাকতে পারি এবং যে কোনও জায়গায় কাজ করতে পারি।

অশোক চৌধুরী আরও বলেছেন, আপনি যদি গত পাঁচ বছরের রেকর্ডের দিকে তাকান, তাহলে ভারতে বেশিরভাগ ইঞ্জিনিয়ার বিহারের, অনেক আইএএস বিহারের এবং ডাক্তাররা বিহারের। অরবিন্দ কেজরিওয়াল বিহার ও উত্তর প্রদেশের মানুষের হতাশায় ভুগছেন।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande