বাংলাদেশে ভবতারিণী কালী মন্দির থেকে সব চুরি, রাধারমণের পোস্ট ঘিরে প্রশ্ন
কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): লালমোহন হাটের তুষভাণ্ডার জমিদার বাড়ির ভবতারিণী কালী মন্দির চুরি করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগ তুলে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস শুক্রবার একটি ভিডিও-ও সহ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। প্রশ্ন করেছেন, বাংলাদেশের হ
বাংলাদেশে ভবতারিণী কালী মন্দির থেকে সব চুরি, রাধারমণের পোস্ট ঘিরে প্রশ্ন


কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): লালমোহন হাটের তুষভাণ্ডার জমিদার বাড়ির ভবতারিণী কালী মন্দির চুরি করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগ তুলে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস শুক্রবার একটি ভিডিও-ও সহ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। প্রশ্ন করেছেন, বাংলাদেশের হিন্দুরা তাহলে এবার কোথায় পূজার্চনা করবেন?

তাঁর দাবি, শুক্রবার যখন পুজো করতে পুরোহিত এসে উপস্থিত হন মন্দিরে, তখনই তিনি দেখতে পান দরজা ভাঙা। ভিতরে যেতেই নজরে পড়ে মন্দির থেকে কালীমূর্তি উধাও। নেই সোনার অলঙ্কার, পুজো সামগ্রী, অন্য মূর্তিগুলিও। রাধারমণ লিখেছেন, ‘একটিও মূর্তিকে ছাড় দেওয়া হচ্ছে না। এমনকী পুজোর সামগ্রীও। ওরা সব চুরি করে পালিয়েছে।

সংখ্যালঘু নির্যাতন রুখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল ইউনুস সরকার। কিন্তু বাংলাদেশে বারবার হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙার ঘটনা সামনে আসছে। এর আগে বাংলাদেশের মন্দিরে হামলার দুটি ভিডিও পোস্ট করেছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাস। নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েতকে খুনের পরও তিনি পোস্ট করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande