প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর প্রয়াণে ত্রিপুরা বিধানসভায় স্মৃতিচারণ 
আগরতলা, ১০ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মনমোহন সিং-এর প্রয়াণে শুক্রবার ত্রিপুরা বিধানসভা অধিবেশনে স্মৃতিচারন করে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শোক প্রস্তাব পা
স্মৃতিচারণ


আগরতলা, ১০ জানুয়ারি (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মনমোহন সিং-এর প্রয়াণে শুক্রবার ত্রিপুরা বিধানসভা অধিবেশনে স্মৃতিচারন করে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শোক প্রস্তাব পাঠ করার পর বিধানসভার সদস্যরা দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান।

শোক প্রস্তাবে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছে যে, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর, ২০২৪ নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন। শোক প্রস্তাবে অধ্যক্ষ বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ছিলেন একজন বিনয়ী, সৎ এবং দূরদর্শী অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। তাঁর প্রয়াণে দেশ এক বিরল প্রতিভাকে হারাল।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande