আগরতলা, ১০ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় অত্যাধুনিক টায়ার-থ্রি ডেটা সেন্টার স্থাপনের জন্য মেসার্স এনআইএক্সআই-সিএসসি ডাটা সার্ভিস লিমিটেডের সঙ্গে তথ্য প্রযুক্তি দপ্তর সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে। শুক্রবার বিধানসভা অধিবেশনে একটি বেসরকারি প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা জানান।
মন্ত্রী প্রণজিৎ সিংহরায় আরও বলেন, টেলি যোগাযোগ সংস্থা মেসার্স ভারতী এয়ারটেল লিমিটেডকে ত্রিপুরায় একটি অত্যাধুনিক ডেটা সেন্টার স্থাপনের জন্য লিচুবাগান এলাকায় ১ একর জমি বরাদ্দ করা হয়েছে। এই সংস্থাটি ২০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করবে। এই ডেটা সেন্টার স্থাপিত হলে ২০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিধায়ক অভিষেক দেবরায়ের জনস্বার্থে আনা বেসরকারি প্রস্তাবে আলোচনা করতে গিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, তাছাড়াও মেসার্স পিভিএম ইনভেনসিস প্রাইভেট লিমিটেড রাজ্যে টায়ার-ফোর ডেটা সেন্টার স্থাপনের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছে। এই ডেটা সেন্টারে ১০০ জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das