আগরতলা, ১০ জানুয়ারি (হি.স.) : বর্তমান সরকারের আমলে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বিভিন্ন দপ্তরের নিয়মিত কর্মচারী হিসেবে ১৩ হাজার ৬৫৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় এক বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন।
মন্ত্রী টিংকু রায় আরও বলেন, জেআরবিটি গ্রুপ ডি পদে ২,৪৩৭ জনকে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে। শীঘ্রই তাদেরকে বিভিন্ন দপ্তরে পোস্টিং দেওয়া হবে। এছাড়া অনিয়মিত কর্মচারী হিসেবে এখন পর্যন্ত বর্তমান সরকারের আমলে ১২ হাজার ৪১৯ জনকে বিভিন্ন পদে নিযুক্তি দেওয়া হয়েছে। এরমধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে ১,০৩৯ জন, অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে ১,১৬০ জন, আরক্ষা প্রশাসনে এসপিও পদে ১,২৬২ জন, বিভিন্ন দপ্তরে আউট সোর্সিং ও চুক্তিভিত্তিতে ৫,৭৭১ জন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ২,৯৮৭ জনকে সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, বিধায়ক নয়ন সরকারের আনা বেসরকারি প্রস্তাবটি ছিলো 'ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণির শূন্য অবস্থায় পড়ে থাকা পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করুক'। বেসরকারি এই প্রস্তাবের উপর আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক কিশোর বর্মণ, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক রঞ্জিত দাস।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das