গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক বিহারের তিন যুবক
আগরতলা, ১০ জানুয়ারি (হি.স.) : আবারো গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ নেশা সামগ্রী সহ তিনজনকে আটক করেছে। ২৫ কেজি শুকনো গাঁজা ২২টি পেকেটে ভর্ করা ছিল। এগুলি একটি পিট্টু ব্যাগ এবং ২টি ট্রলি ব্যাগের মধ্যে রাখা ছিল।
ধৃত তিন যুবক


আগরতলা, ১০ জানুয়ারি (হি.স.) : আবারো গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ নেশা সামগ্রী সহ তিনজনকে আটক করেছে। ২৫ কেজি শুকনো গাঁজা ২২টি পেকেটে ভর্ করা ছিল। এগুলি একটি পিট্টু ব্যাগ এবং ২টি ট্রলি ব্যাগের মধ্যে রাখা ছিল। ধৃতরা হল সুধীর সিং, অঙ্কিত কুমার এবং নিখিল কুমার। তারা প্রত্যকে বিহারের বাসিন্দা।

জানা যায়, ওই তিন যুবক আগেও কয়েকবার এভাবে গাঁজা বহিঃরাজ্যে নিয়ে গিয়েছে। তাদের একটি চক্র আছে আগরতলা রেল স্টেশন এর পাশে। তবে জিআরপি থানার পুলিশ তাদেরকে আইনের আওতায় আনতে নজরদারি রেখেছে বলে সূত্র মারফত জানা যায়। উদ্ধার হওয়া গাঁজাগুলির আনুমানিক কালোবাজারি মূল্য আড়াই লক্ষ টাকা। আগরতলা জিআরপি থানাতে ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা নেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande