খুন্তি, ১০ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে জেলার খুন্তি-রাঁচির সড়কের কাছে। জানা গেছে, বেলাঙ্গির বাসিন্দা বিজেপি কর্মী দীনেশ মাহাতো এবং তাঁর স্ত্রী বাইকে খুন্তি থেকে তাঁদের গ্রাম বেলাঙ্গিতে যাচ্ছিলেন। তাজনা নদীর কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইক দীনেশের বাইকে ধাক্কা মারে। দুজনে গুরুতর আহত হন। স্থানীয় মানুষের সহযোগিতায় তাঁদের দুইজনকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক দীনেশ মাহাতোকে মৃত ঘোষণা করেন। এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার খবর পাওয়া মাত্রই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি কাশীনাথ মাহাতো হাসপাতালে পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কাশীনাথ মাহাতো বলেন, দীনেশ মাহাতো বিজেপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য