তিরুভাল্লুর, ১০ জানুয়ারি (হি.স.): ভারত সরকার ২০২৬ সাল থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ট্রেনের চাকা তৈরি করবে। জোর দিয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার তামিলনাড়ুর তিরুভাল্লুরে রামকৃষ্ণ ফোরজিংস লিমিটেড এবং টিটাগড় রেল সিস্টেম কোম্পানিতে চাকা উৎপাদন ইউনিট পরিদর্শনের সময় তিনি বলেছেন, ভবিষ্যৎ ট্রেনের জন্য ভারতীয় রেলের ৮০ হাজারেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন চাকার প্রয়োজন। রেলমন্ত্রী বলেছেন, আমাদের একটি আত্মনির্ভর শক্তিশালী ভারত তৈরির লক্ষ্য রয়েছে, যা বিশ্বমানের সামগ্রী তৈরিতে প্রাণবন্ত। তিনি বলেন, ভারতে তৈরি চাকাগুলি কেবল দেশের মধ্যে তৈরি ট্রেন এবং মেট্রো ট্রেনের জন্য ব্যবহার করা হবে না, অন্যান্য দেশেও রফতানি করা হবে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ