একাধিক দাবিতে কৈলাসহরে মিছিল ও সমাবেশ বামপন্থী ছাত্র যুব সংগঠনের
কৈলাসহর (ত্রিপুরা), ১০ জানুয়ারি (হি.স.) : কর্মসংস্থান, আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলতে এস.এফ.আই, টি.ওয়াই.এফ এবং ডি.ওয়াই.এফ.আই কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে প্রকাশ্য
মিছিল


কৈলাসহর (ত্রিপুরা), ১০ জানুয়ারি (হি.স.) : কর্মসংস্থান, আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলতে এস.এফ.আই, টি.ওয়াই.এফ এবং ডি.ওয়াই.এফ.আই কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে প্রকাশ্য সমাবেশও হয়েছে।

প্রথমে পদযাত্রাটি কৈলাসহর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু করে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে কৈলাসহরের চিরাকুটি ট্রাই জংশন এলাকায় সমাবেশে মিলিত হয়। সমাবেশ উপস্থিত ছিলেন এসএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক মোহন দেববর্মা, ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সভাপতি সুরমান আলী, টিওয়াইএফ কৈলাসহর মহকুমা কমিটির সভাপতি নাইচুং হালাম সহ আরও অনেকে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিদিন রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে কিন্তু সরকার চাকরি দিচ্ছে না। গ্রামে রেগা এবং শহরে টুয়েপ প্রকল্পে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না। রাজ্যের মন্ত্রিরা প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে বলছেন বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হবে। কিন্তু নিয়োগ কিংবা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না। এভাবে মন্ত্রিরা প্রকাশ্যে মিথ্যা কথা বলছেন

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক বেকার বৃদ্ধি এবং নেশা সামগ্রী বিক্রি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, মূখ্যমন্ত্রী শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি না দিয়ে মূখ্যমন্ত্রী উল্টো গর্ব করে বলেন যে, ত্রিপুরা রাজ্যের আটটি জেলায় নেশা মুক্তি কেন্দ্র গড়ে তুলবেন। এরজন্য নাকি অর্থও বরাদ্দ করা হয়ে গেছে। মূখ্যমন্ত্রীর কথাতেই বুঝা যায় রাজ্যে দিন দিন যুবক যুবতীরা নেশাগ্রস্থ হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande