লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, পুড়ে ছাই অসংখ্য বাড়ি
লস অ্যাঞ্জেলেস, ১৩ জানুয়ারি (হি.স.): আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। প্রায় ৪০ হাজার একর এলাকা সম্পূর্ণরূপে ভস্মীভূত। পুড়ে গিয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি-ঘর। লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, গত মঙ্গলবার থেক
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, পুড়ে ছাই অসংখ্য বাড়ি


লস অ্যাঞ্জেলেস, ১৩ জানুয়ারি (হি.স.): আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। প্রায় ৪০ হাজার একর এলাকা সম্পূর্ণরূপে ভস্মীভূত। পুড়ে গিয়েছে ১২ হাজারেরও বেশি বাড়ি-ঘর। লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বলে মনে করা হচ্ছে। এক লক্ষ পাঁচ হাজার বাসিন্দাকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দূষণ বেড়ে যাওয়ায় লস অ্যাঞ্জেলেস কাউন্টি এই দাবানলকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরী অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande