লস এঞ্জেলেস, ১৪ জানুয়ারি (হি.স.): আমেরিকার পশ্চিমাঞ্চল- লস এঞ্জেলেসে বিধ্বংসী দাবানলের প্রেক্ষিতে ৯২ হাজারেরও বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে নিজেদের বাসস্থান ছেড়ে চলে যেতে হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
বিধ্বংসী দাবানলে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ৪০ হাজার ৫০০ একরেরও বেশি জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১২ হাজার ৩০০–র বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। বিদ্যুৎ সংকটে পড়েছেন ৮০ হাজারেরও বেশি মানুষ। মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে, আমেরিকার ইতিহাসে এই রকমের বিধ্বংসী দাবানল আগে কখনও হয়নি। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ