কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী সৌদি আরবের রিয়াধ যাচ্ছেন
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি ১৪ থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত তিনদিনের সরকারি সফরে সৌদি আরবের রিয়াধ যাচ্ছেন। সফরকালে তিনি ভবিষ্যতের খনি মঞ্চ ২০২৫-এর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। ভা
জি কিষাণ রেড্ডি


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি ১৪ থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত তিনদিনের সরকারি সফরে সৌদি আরবের রিয়াধ যাচ্ছেন। সফরকালে তিনি ভবিষ্যতের খনি মঞ্চ ২০২৫-এর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দেবেন।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো সোমবার এখবর জানিয়ে বলেছে, খনিজ সম্পদ সরবরাহশৃঙ্খল এবং শক্তি বিষয়ে নির্দিষ্ট আলোচনার জন্য সৌদিআরব এই আন্তর্জাতিক খনি বিষয়ক বৈঠকের আয়োজন করেছে। সম্মেলনের পাশাপাশি তিনি অন্যান্য দেশের কয়েকজন খনি মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। রিয়াধে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে আলাপচারিতায় অংশ নেবেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande