মকর সংক্রান্তিতে মহাকুম্ভে পুণ্যস্নান সাড়ে ৩ কোটির বেশি ভক্তর 
প্রয়াগরাজ, ১৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভক্তদের ভিড় মহাকুম্ভের প্রয়াগরাজে। শীতকে উপেক্ষা করেই ভোর থেকে ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন ভক্তরা। জানা গেছে, এদিন মকর সংক্রান্তি উপলক্ষ্যে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন সাড়ে ৩ কোটির বেশি
মহাকুম্ভে পুণ্যস্নান


প্রয়াগরাজ, ১৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভক্তদের ভিড় মহাকুম্ভের প্রয়াগরাজে। শীতকে উপেক্ষা করেই ভোর থেকে ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন ভক্তরা। জানা গেছে, এদিন মকর সংক্রান্তি উপলক্ষ্যে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন সাড়ে ৩ কোটির বেশি ভক্ত।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, সমস্ত শ্রদ্ধেয় সাধক, ভক্তদের আন্তরিক অভিনন্দন যারা বিশ্বাস, সাম্য এবং ঐক্যের মহাসমাগম 'মহাকুম্ভ-২০২৫' প্রয়াগরাজ-এ মকর সংক্রান্তি উপলক্ষে পবিত্র সঙ্গমে বিশ্বাসের পুণ্যস্নান করেছেন। আজ, প্রথম অমৃতস্নান উপলক্ষে, সাড়ে ৩ কোটিরও বেশি শ্রদ্ধেয় সাধক ও ভক্তরা ত্রিবেণীতে স্নানের পুণ্য লাভ করেছেন। প্রথম অমৃতস্নান সফলভাবে সম্পন্ন হওয়ায় সমস্ত শ্রদ্ধেয় আখড়া, মহা কুম্ভমেলার প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, স্যানিটেশন কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, নাবিক এবং কেন্দ্রীয় ও রাজ্যের সমস্ত বিভাগকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এদিন সকাল ৭টায় বিভিন্ন আখড়ার সাধু-সহ প্রায় ৯৮ লক্ষ ২০ হাজার মানুষ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করেন। সকাল দশটা পর্যন্ত পুণ্যস্নান করেছিলেন ১ কোটি ভক্ত, সাড়ে দশটা পর্যন্ত সেই সংখ্যা ছিল ১.৩৮ কোটি। বিকাল ৩টায় সেই সংখ্যা বেড়ে হয় আড়াই কোটি। আর শেষ পাওয়া খবর পর্যন্ত মকর সংক্রান্তিতে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন সাড়ে ৩ কোটির বেশি ভক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande