নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): ভারত-বাংলাদেশ সীমান্তে বেশ কিছুদিন ধরেই অশান্তির খবর মিলছে। মূলত সীমান্তে বিএসএফ-কে কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বিরুদ্ধে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের সম্পর্কে জটিলতা বাড়ছে। রবিবারই ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক৷ এর ২৪ ঘণ্টার মধ্যেই এবার পাল্টা পদক্ষেপ করল দিল্লি৷ ভারতের বিদেশ মন্ত্রক সোমবার তলব করলো বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে। জানা গেছে, সেই তলবে এদিন সাড়া দেন নুরুল ইসলাম।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ