ভিল্লুপুরমে লাইনচ্যুত ট্রেনের ৫টি বগি, সমস্ত যাত্রী সুরক্ষিত 
ভিল্লুপুরম, ১৪ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর ভিল্লুপুরম রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি প্যাসেঞ্জার ট্রেন। ভিল্লুপুরম থেকে পুদুচেরিগামী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। পিআরও রেল (চেন্নাই) জানিয়েছে, মঙ্গলবার ভিল্লুপুরম থেকে পুদুচেরিগামী
ভিল্লুপুরমে লাইনচ্যুত ট্রেনের ৫টি বগি, সমস্ত যাত্রী সুরক্ষিত


ভিল্লুপুরম, ১৪ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর ভিল্লুপুরম রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি প্যাসেঞ্জার ট্রেন। ভিল্লুপুরম থেকে পুদুচেরিগামী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। পিআরও রেল (চেন্নাই) জানিয়েছে, মঙ্গলবার ভিল্লুপুরম থেকে পুদুচেরিগামী প্যাসেঞ্জার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। বিকট শব্দ শোনার সঙ্গে সঙ্গে ট্রেনটি থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ট্রেন থেকে সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে।

রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রেলের কর্মীরা এবং প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাইনচ্যুত ট্রেনটি মেরামতের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন। প্রযুক্তিগত ত্রুটি নাকি নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভিল্লুপুরম রেল তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande