নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। ভোট দেওয়ার পর স্বাতী বলেছেন, দিল্লির উন্নয়নের জন্য আমি ভোট দিয়েছে। দিল্লির জনগণের কাছেও বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল বুধবার সকালে নিজের ভোট দিতে চাঁদনি চক বিধানসভা কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে যান। সেখানে ভোট দেওয়ার পর তিনি বলেন, আমি দিল্লির জনগণকে বাইরে এসে নিজেদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি। আপনাদের ভোট খুবই গুরুত্বপূর্ণ, এই ভোট জাতীয় রাজধানীর ভবিষ্যত নির্ধারণ করবে। আমি দিল্লির উন্নয়নের জন্য আমার ভোটও দিয়েছি। দিল্লির জনগণকে অবশ্যই গণতন্ত্রে অংশগ্রহণ করতে হবে এবং নিজেদের ভোট দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ